শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
রুট পারমিটও ফিটনেসবিহীন বাস ডাম্পিং য়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি, জেলা প্রশাসক সালমান এফ রহমানের রাজনীতির শিকার নবাবগঞ্জের হতদরিদ্র ৩৪০ পরিবার ওসমানীনগরে জমি নিয়ে বিরোধ জামিনে মুক্তির পেয়ে ফের সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ সিদ্ধিরগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে মঞ্জু টেক্সটাইল মিলের ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু চন্দ্রা তিতাস গ্যাস নিয়ে সার্ভিস টিমের সদস্যদের মাঝে দুর্নীতি জেকে বসেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সাধারণত ঈদের আগে সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

জাতিসংঘ অর্থনৈতিক-সামাজিক পরিষদের নির্বাচনে বাংলাদেশের বিজয়

অনলাইন ডেস্ক:-

জাতিসংঘের গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

শনিবার (৮ জুন) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাকক্ষে নির্বাচনটি অনুষ্ঠিত হয় নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (৭ জুন)। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান এ নির্বাচনে জয়লাভ করে।

ইকোসক জাতিসংঘের মূল ৬টি অঙ্গসংস্থার একটি এবং বহুপক্ষীয় ও উন্নয়ন কূটনীতি প্রশ্নে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘের ২০৩০ এজেন্ডা ও ভিশন-২০৪১: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করে চলছে। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রোল মডেল হিসেবে বিবেচিত বাংলাদেশের উন্নয়ন বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। নির্বাচনস্থলে বিভিন্ন দেশের কূটনীতিকরা বাংলাদেশের বিজয়কে ‘বাংলাদেশের উন্নয়ন সফলতার বৈশ্বিক স্বীকৃতির অংশ এ বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। বস্তুত, বাংলাদেশ যে অন্যান্য দেশের বিশ্বাস, নির্ভরতা ও সম্মান অর্জন করেছে– সাধারণ বিবেচনায় বাংলাদেশের অব্যাহত বৈশ্বিক নির্বাচনে সাফল্য- বিশেষত, অত্যন্ত সম্মানজনক এ নির্বাচনের সাফল্য তারই স্বীকৃতি। শুক্রবারই রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির (২য় কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com