চট্টগ্রামে সিলগালা ৩ কারখানা, কাঠের গুঁড়ো দিয়ে হলুদ-মরিচ তৈরি
Reporter Name
Update Time :
09:52:14 am, Wednesday, 5 June 2024
/
332
Time View
চট্টগ্রামে সিলগালা ৩ কারখানা, কাঠের গুঁড়ো দিয়ে হলুদ-মরিচ তৈরি
মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো:- চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে কাঠের গুঁড়োর সঙ্গে রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরির দায়ে তিনটি কারখানা সিলগালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ বুধবার (৫ জুন) দুপুরে খাতুনগঞ্জের সেবা গলিতে এ অভিযান চালিয়ে এসব কারখানা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ ও মহানগর পুলিশের একটি টিম। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান জানান, ক্ষতিকর রং, কাঠের ভূষি, মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করছে মনে হয়েছে। নমুনা সংগ্রহ করেছি আমরা। এই কারখানা গুলোর মালিকে পাওয়া যায়নি। তাই কারখানায় আমরা তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
৫১
মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো:-
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে কাঠের গুঁড়োর সঙ্গে রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরির দায়ে তিনটি কারখানা সিলগালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
আজ বুধবার (৫ জুন) দুপুরে খাতুনগঞ্জের সেবা গলিতে এ অভিযান চালিয়ে এসব কারখানা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ ও মহানগর পুলিশের একটি টিম।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান জানান, ক্ষতিকর রং, কাঠের ভূষি, মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করছে মনে হয়েছে। নমুনা সংগ্রহ করেছি আমরা। এই কারখানা গুলোর মালিকে পাওয়া যায়নি। তাই কারখানায় আমরা তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।