Dhaka 10:53 am, Thursday, 8 January 2026

এমপি হত্যার সিয়াম কাঠমান্ডু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

Reporter Name
  • Update Time : 01:02:43 pm, Tuesday, 4 June 2024
  • / 321 Time View
৫৮

অনলাইন ডেস্ক:-

নেপাল থেকে দেশে ফিরে মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

এসময় তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে সন্দেহভাজন সিয়াম কাঠমান্ডু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

তিনি বলেন, নেপাল থেকে সিয়ামকে নেয়ার জন্য ভারতও চেষ্টা করছে, তাদের কাছেও সিয়াম মোস্ট ওয়ান্টেড। নেপাল কাঠমান্ডু অ্যাক্ট অনুযায়ী অপরাধের ধরন এবং স্থান বিবেচনা করে ঠিক করবে-সিয়ামকে কার কাছে দেওয়া হবে।

তবে ভারতের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। তাদের দিলেও তদন্তকাজ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়ে তিনি বলেন, ভারতীয় পুলিশের কাছে সিয়ামকে দিলেও ভালো হবে। কারণ তাকে নিয়ে আলামত উদ্ধারসহ তদন্তকে এগিয়ে নেয়া সহজ হবে।

এ সময় সিয়ামের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমাদের কাছে আনঅফিশিয়ালি জানানো হয়েছে। তবে আমরা নিশ্চিত হয়েছি, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে। এ ছাড়া সেখানকার যে সব হোটেলে সিয়াম ছিল, সে সবের ফুটজও সংগ্রহ করা হয়েছে।

এর আগে, গত ১ জুন সিয়ামকে নেপালে আটকের খবর পেয়ে সেখানে যান ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ।

ভারতের কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজিম খুন হন। এ ঘটনায় ঐদিনই ঢাকার শেরে বাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

এমপি হত্যার সিয়াম কাঠমান্ডু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

Update Time : 01:02:43 pm, Tuesday, 4 June 2024
৫৮

অনলাইন ডেস্ক:-

নেপাল থেকে দেশে ফিরে মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

এসময় তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে সন্দেহভাজন সিয়াম কাঠমান্ডু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

তিনি বলেন, নেপাল থেকে সিয়ামকে নেয়ার জন্য ভারতও চেষ্টা করছে, তাদের কাছেও সিয়াম মোস্ট ওয়ান্টেড। নেপাল কাঠমান্ডু অ্যাক্ট অনুযায়ী অপরাধের ধরন এবং স্থান বিবেচনা করে ঠিক করবে-সিয়ামকে কার কাছে দেওয়া হবে।

তবে ভারতের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। তাদের দিলেও তদন্তকাজ বাধাগ্রস্ত হবে না বলে জানিয়ে তিনি বলেন, ভারতীয় পুলিশের কাছে সিয়ামকে দিলেও ভালো হবে। কারণ তাকে নিয়ে আলামত উদ্ধারসহ তদন্তকে এগিয়ে নেয়া সহজ হবে।

এ সময় সিয়ামের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমাদের কাছে আনঅফিশিয়ালি জানানো হয়েছে। তবে আমরা নিশ্চিত হয়েছি, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে। এ ছাড়া সেখানকার যে সব হোটেলে সিয়াম ছিল, সে সবের ফুটজও সংগ্রহ করা হয়েছে।

এর আগে, গত ১ জুন সিয়ামকে নেপালে আটকের খবর পেয়ে সেখানে যান ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ।

ভারতের কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজিম খুন হন। এ ঘটনায় ঐদিনই ঢাকার শেরে বাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।