এমপি আনার হত্যাকাণ্ড উদ্ঘাটনে কাজ করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা: পররাষ্ট্রমন্ত্রী
- Update Time : 09:54:24 am, Thursday, 23 May 2024
- / 296 Time View
অনলাইন ডেস্ক:-
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের কলকাতায় সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পুরো বিষয়টি উদ্ঘাটন করতে দুই দেশের গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে করছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘ঢাকা নদী সম্মেলন’ প্রস্তুতি সভা- ২০২৪ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
২৩ মে ‘জাতীয় নদী দিবস’ ঘোষণার দাবিতে এ আয়োজন করা হয়।
ড. হাছান মাহমুদ বলেন, কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা কলকাতার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ ও ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসাই সবকিছু জানতে পারবেন।




















