ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা
Reporter Name
Update Time :
10:47:20 am, Monday, 20 May 2024
/
258
Time View
ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা
এ কে আজাদঃ ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগে কর্মরত সদস্যরা আজ ২০মে (সোমবার) ১২.৩০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো:ইকবাল হোসেন এবং সার্জেন্ট সাকিব আল আজিজ যানবাহনের কাগজপত্র চেক করার সময় একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল যাহার রেজি: ঢা. মে.-ল-৬২-৫৮৫৭ চালক হেলমেটবিহীন থাকায় থামার জন্য সংকেত দেন। চালক নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এস,আই) ডিবিতে কর্মরত আছেন বলে পরিচয় দেন এবং নিজের বিপি নাম্বার ৮৬১৫১৮১৪১৪ বলে জানান। জনাব ইকবাল হোসেন জানান তাহার তথ্য যাচাই বাছাই করে প্রতীয়মান হয় যে উক্ত ব্যক্তি বাংলাদেশ পুলিশের কোন সদস্য নন এবং অবৈধ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় নিজেকে পুলিশ বলে ভুয়া পরিচয় দান করেন। এসময় উক্ত ব্যক্তির নিকট হতে পুলিশ লেখা মটরসাইকেল এবং বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত মাস্ক উদ্ধার করা হয়।পরবর্তীতে পল্টন থানার এসআই সুনীল এর নিকট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উক্ত ব্যক্তিকে...
১৫
এ কে আজাদঃ
ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগে কর্মরত সদস্যরা আজ ২০মে (সোমবার) ১২.৩০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো:ইকবাল হোসেন এবং সার্জেন্ট সাকিব আল আজিজ যানবাহনের কাগজপত্র চেক করার সময় একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল যাহার রেজি: ঢা. মে.-ল-৬২-৫৮৫৭ চালক হেলমেটবিহীন থাকায় থামার জন্য সংকেত দেন। চালক নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এস,আই) ডিবিতে কর্মরত আছেন বলে পরিচয় দেন এবং নিজের বিপি নাম্বার ৮৬১৫১৮১৪১৪ বলে জানান।
জনাব ইকবাল হোসেন জানান তাহার তথ্য যাচাই বাছাই করে প্রতীয়মান হয় যে উক্ত ব্যক্তি বাংলাদেশ পুলিশের কোন সদস্য নন এবং অবৈধ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় নিজেকে পুলিশ বলে ভুয়া পরিচয় দান করেন।
এসময় উক্ত ব্যক্তির নিকট হতে পুলিশ লেখা মটরসাইকেল এবং বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত মাস্ক উদ্ধার করা হয়।পরবর্তীতে পল্টন থানার এসআই সুনীল এর নিকট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উক্ত ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক মতিঝিল জোন।