বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ :
সরাইলে আইনশৃঙ্খলার অবনতি, বিশিষ্ট  ব্যবসায়ী কে হত্যা, সন্দেহজনক আটক ১ সরাইলে মাদক, চোর, ডাকাত নির্মূল কমিটির আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী 2 of 4,461 কাশিমপুর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তদন্তে পুলিশ, আস্থাহীনতার আতঙ্কে ভুক্তভোগী পরিবার মামলার বাদির স্বাক্ষর জাল করিয়া কোটে ফাইনাল চার্জ সিট দাখিল ময়মনসিংহ ফুলপুর থানার এস আই সানাউল হকের বিরুদ্ধে অভিযোগ নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা  সরাইলে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ১নং খতিয়ানের ভূমি দলীয় ব্যানারে একাধিক স্থাপনা উচ্ছেদ করে নেতার দখল চট্টগ্রামে নকল প্রসাধনী ও শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে জরিমানা কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারশন

জিয়াউর রহমান বাকশালের সদস্য হয়েছিলেন,ওবায়দুল কাদেরের

অনলাইন ডেস্ক:-

বাকশাল কোন এক দল নয়, ছিল জাতীয় দল। বঙ্গবন্ধুর কাছে অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এখন সেই বাকশালকে একটা গালিতে পরিণত করার দুরভিসন্ধি করছে বিএনপি নেতারা- এমন কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদের।

তিনি আজ দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব যখন বলেন বাকশালী শাসন। আমি ফখরুল সাহেবকে বলবো -বাকশাল কোন এক দল নয়। এটা ছিল জাতীয় দল। কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এখন এটাকে বাকশাল বলে একটা গালিতে পরিণত করার দুরভিসন্ধি অনেকেরই ছিল। ফখরুল সাহেবকে বলবো -বিএনপি’র প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। সেটার কি জবাব দেবেন? এটা আরো দু’একবার বলেছিলাম জবাব পাইনি। অহেতুক ঘাটাঘাটি করলে আপনাদের চেহারাটাই উন্মোচিত হবে।

এসময় বিএনপির ভারতবিরোধী অবস্থান নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গণমাধ্যমে দেখলাম -বিএনপির ভারত বিরোধীতার বিষয় পুনর্বিবেচনা করে দেখবে। বিরোধীতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। তাদের সামনে কোন ইস্যু নেই, তারা আছে এটা বোঝানোর জন্য কিছু একটা সামনে আনে। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে তাদের আসতে হলো।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com