মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- Update Time : 03:19:15 pm, Tuesday, 14 May 2024
- / 274 Time View
শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার শেখ হাসিনা সড়কের দত্তখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের গোয়ালখলা এলাকার কয়লান মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।নিহত জিতুর বাবা কয়লান মিয়া জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে অটোরিকশায় উঠেন। দত্তখলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত জিতুকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম জানান, বিষয়টি তাকে কেউ কিছু জানায়নি।



















