রবিবার, ০৬ Jul ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ :
হযরত শাহজালাল বমিান বন্দর শৃংখলা রক্ষায় রক্ষাকারী বাহনিীর ভুমকিায় জনমনে সন্তোষ মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ আড়াইহাজারে হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেলে বাবা কে হত্যা করে    প্রবাসীর বাড়ির উঠানে বাথরুম তোলার হুমকি পুলিশের কাশিমপুর ভূমি কর্মকর্তা ১নং খতিয়ানের খাস ভূমি নিয়ে কোটি টাকার বাণিজ্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ফজল বেপরোয়া গ্রেপ্তারের দাবী এলাকাবাসীর কুমুদিনী বাগানের বিদ্যুৎ চোর থেকে গ্যাস চোর সেচ্ছাসেবক দলের নেতা মাউরা দুলাল নারায়ণগঞ্জের বন্দর থানায় ১৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে চল্লিশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ট্রফিতে নয়, পুরস্কার বিতরণের পর সাকিবের মনোযোগ ব্যাটিংয়ে

অনলাইন ডেস্ক:- শেষ ম্যাচ হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জেতা হয়েছে বাংলাদেশের। রোববার পঞ্চম ম্যাচের পর ট্রফিটাও উঠেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে।

সেটি নিয়েই ব্যস্ততা দলের বাকি ক্রিকেটারদেরও। তারা ফিরছেন ড্রেসিংরুমের দিকে।

 

এমন সময় হুট করে ব্যাট-প্যাড পরে বেরিয়ে এলেন সাকিব আল হাসান। একটু আগে ম্যাচ শেষ হওয়ার পর আবার কেন প্রস্তুত হচ্ছেন সাকিব? একটু পরই পাওয়া গেলো ওই উত্তর। সাকিব ব্যাট হাতে সেন্টার উইকেটে গিয়ে অনুশীলন করেছেন লম্বা সময়।

তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও টিম বয় নাসির। গত বিপিএল থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। এ নিয়ে তাকে ব্যাটিংয়ের সময় সমস্যায় পড়তে হয়। মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি হাঁকিয়ে এলেও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ দুই ম্যাচে অস্বস্তি কাটেনি। ম্যাচের পর অনুশীলনেও নিজের হেড পজিশন স্টান্স নিয়ে কাজ করেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে খেলেননি সাকিব। ব্রায়ান বেনেটের সোজা যাওয়া ডেলিভারি সাকিবের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গিয়ে স্টাম্পে আঘাত করে। শেষ ম্যাচে পায়ের ওপরের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে কানায় লেগে ক্যাচ আউট হন তিনি। ২০ বলে ২২ রান আসে তার ব্যাটে।

বল হাতে অবশ্য দুই ম্যাচেই উজ্জ্বল ছিলেন সাকিব। দুই ম্যাচ মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি, রান দিয়েছেন ওভারপ্রতি ছয়ের কম। কিন্তু ব্যাট হাতে সাকিবের ফর্ম কি কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলছে বাংলাদেশকে? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে এমন প্রশ্ন গিয়েছিল নাজমুল হোসেন শান্তর কাছে।

উত্তরে তিনি বলেন, ‘তার ব্যাটিং নিয়ে আমাদের দলের কোনো সন্দেহ নেই। আমরা সবাই জানি তিনি কতটা সামর্থ্যবান। আমি খুবই আত্মবিশ্বাস যে, সামনে যে টুর্নামেন্ট ও সিরিজটা আছে, তিনি ব্যাটিংয়ে দলের হয়ে অবদান রাখবেন। ’

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com