বুয়েট রাজনীতি চলমান প্রক্রিয়াধীন রাখতে মানববন্ধন
- Update Time : 09:07:23 am, Tuesday, 2 April 2024
- / 375 Time View
আব্দুল কাইউম : পাবনার প্রাণকেন্দ্রে এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া মুক্তকরে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবীতে পাবনা এলাকার ছাত্রসমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১ টা বাংলাদেশ ছাত্র লীগ সরকারি এডওয়ার্ড কলেজ শাখার আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র লীগ পাবনা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সবুজ,ছাত্রলীগ এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি জোবেয়ের বিশ্বাস অন্তু,সহ-সভাপতি নুরুজ্জামান রুপক,যুগ্ন সম্পাদক মাসুদ হোসেন, মুবারশির রহমান তু্র্য, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক খালিদ, আলিফ,অনি,শেখ রাসেল শাখা ছাত্র লীগ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ছাত্রলীগনেতা আশিক, বিপ্লব, শাকিব, হৃদয়, সৌরব, আনিক, মুহিদুল, সুজাত, বিজয়, সুভাষ, অন্তর সহ আরও নেতাকর্মীর উপস্থিতির মধ্যমে বুয়েট ছাত্র রাজনীতি চলমান রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

























