মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
ভারত-পাকিস্তান বিরোধ নিরসনে প্রস্তুত রাশিয়া স্বাস্থ্য সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ‍্য সুপারিশ নিয়ে মনোযোগী হতে হবে: প্রধান উপদেষ্টা দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে পুনরায় কার্যক্রম শুরু সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কারের চেষ্টা ওসমানীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ভিত্তিহীন অভিযোগে দলকে জড়িয়ে মানববন্ধন বিচার চাইলেন কৃষকদল নেতা হেফাজতের সমাবেশে কমপক্ষে ৫৮ জন নিহত হয়: আবুল কালাম বন্দরে পুরাতন পলিথিন গোডাউন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

৯ মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি আজ

নিজস্ব প্রতিবেদকঃ নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও রমনা থানার পৃথক ৯ মামলায় জামিন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর বিভিন্ন থানার পৃথক নয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আমরা আশা করি মির্জা আব্বাস এসব মামলায় জামিন পাবেন।

এর আগে গত বৃহস্পতিবার কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। ওইদিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার চার মামলায় তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে, গত ২৪ জানুয়ারি এসব মামলায় মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com