সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ নির্বাচনী সংস্থার জারি করা নোটিশে প্রবীণ এই রাজনীতিবিদকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে এবং পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত কুরেশিকে সাইফার মামলায় দোষী সাব্যস্ত করেছে।
পাকিস্তানের সংবিধানের ৬৩ (১)(এইচ) অনুচ্ছেদের অধীনে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয় বলে গতকাল রবিবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। পাকিস্তানের নির্বাচনী সংস্থার জারি করা এক বিজ্ঞপ্তিতে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে এবং পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।
সূত্র : জিও নিউজ