বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
জম্মু-কাশ্মিরে সেনা অভিযান ভারতের, নিহত ৩ সন্ত্রাসী মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা নিয়ে দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি সাত জেলায় বজ্রপাতের সতর্কতা জারি নবাবগঞ্জে সমলয় পদ্ধতিতে ধান চাষ: আধুনিক প্রযুক্তিতে কৃষির নতুন সম্ভাবনা পীরগঞ্জে টিআর কাবিখা প্রকল্পে তোঘলকি কারবার ! আওমি অটোচালকদের মত বাংলাদেশ রেলওয়েতে বের হয়েছে আওয়ামী টিসি,টি টিই ও পুলিশ কনস্টেবল … ফ্যাসিবাদের শেষ টা কোথায়… ??? পর্ব ১ দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের গণহত্যাকারীদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সঠিক সিদ্ধান্ত : বিএনপি ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন সোনারগাঁয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা নিখোঁজ

দেশের জনগণ সঙ্গে থাকলে সব সমস্যা মোকাবিলা করা সম্ভব

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপিসহ সমমনা দলগুলোর নতুন করে নির্বাচনের দাবিকে মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে মন্ত্রীর কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রিসভায় দেশি বিদেশি চাপ আছে কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশি বিদেশি চাপ প্রসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন চাপ বিদেশ থেকে আছে। দেশে তো আছেই। আমরা সব চাপ মোকাবিলা করার সক্ষমতা রাখি। আমাদের শক্তি এ দেশের জনগণ। দেশের জনগণ সঙ্গে থাকলে কোনো চাপই মোকাবিলা করা অসম্ভব নয়।

অনেকেই ভেবেছে নির্বাচন করতে পারবেনা। কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। অর্থনৈতিক চাপও রয়েছে। এগুলোকে ভয় পেলে হবে না। আজকাল আমাদের গ্রামীণ বাজার পর্যন্ত ভরপুর খাদ্য সামগ্রী, ফলমূল সব আছে। সীমান্তেও একই অবস্থা।কিছু নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। মানুষ যাতে সহজে দ্রব্যমূল্য কিনতে পারে সেক্ষেত্রে আমরা জোর দেব।

বিরোধী দলের প্রতি বার্তা দিতে চান কি না এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, এ দেশটা সকলের। দেশ যে শুধু আওয়ামী লীগের সেটা তো বলতে পারি না। সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় আসতে হবে। আমরা চিরজীবন ক্ষমতায় থাকব না।

একটা দল চিরজীবন ক্ষমতায় থাকেও না। এ দেশের সকল সম্পদ জনগণের। বিরোধী দলের যারা আছে তারাও এ সম্পদের অংশীদার। কাজেই উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে সেটা ২০৪১ সাল অবধি আমাদের ভিশনে নিয়ে যেতে হবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com