রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
অবৈধ লিকেজ গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণ, দুই শিশুসহ আহত (৪)জন নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)এর যোগদান “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীনব ও সম্পদের ক্ষতি “ নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে আঞ্চলিক অফিসের সাইনবোর্ড টাঙ্গিয়ে ১০শতক রাষ্ট্রীয় সম্পত্তি দখল উপজেলা প্রশাসন নারায়াণগঞ্জ সদর কর্তৃক সদর উপজেলায় ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত* নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জ শহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা প্লাস্টিক পাইপে ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস সংযোগ

আজ রিয়াল-বার্সা ফাইনাল

ক্রীড়া ডেস্কঃ আজ এল ক্লাসিকো মহারণ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সৌদি আরবের রিয়াদে হবে দু’দলের এই মহারণ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সাকে হারিয়ে বছরের প্রথম ট্রফি জিততে চায় রিয়াল মাদ্রিদ। আর লা লিগার দৌড়ে পিছিয়ে পড়লেও সুপার কাপের শিরোপা জিতে ভক্তদের আনন্দ দিতে মরিয়া জাভির বার্সেলোনা।

পুরনো ফরম্যাট অনুযায়ী আগের মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন এবং কোপা ডেল রে’ চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হয় স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। তবে ২০১৯-২০ মৌসুম থেকে এই টুর্নামেন্টটি হয়ে যায় চার দলের। কোপা ডেল রে’র দুটি এবং লা লিগার দুটি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছিলো।

২০২০-২১ মৌসুমে করোনার কারণে স্পেনেই অনুষ্ঠিত হয়েছিলো টুর্নামেন্টটি। এছাড়া গত তিনটি আসর সৌদিতেই অনুষ্ঠিত হলো। এবার নিয়ে হচ্ছে চতুর্থবার।

ফাইনালের আগে ইনজুরিতে পড়েছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। একইসাথে চোটের কারণে টের স্টেগান, মার্কো আলোনসো, ইনিগো মার্টিনেজ, গাভি ও পেদ্রিকেও পাবে না বার্সেলোনা। তাই শিরোপা নির্ধার্ণী ম্যাচের আগে বড়ই দুশ্চিন্তা বার্সা শিবিরে।

বার্সা কোচ জাভি বলেন, এটা স্বীকার করতে কোনো সমস্য নেই ফর্মের বিচালে রিয়াল মাদ্রিদ এগিয়ে। কিন্তু বল যখন মাঠে গড়ানো শুরু করবে তখন অতীতের কোনো মূল্য নেই। আমরা সেরাটা দিতে চাই। ক্লাসিকোতে কে জিতবে এটা আগে বলা অসম্ভব।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণ বাংলাদেশি কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে না।ফাইনালের আগে ইনজুরিতে পড়েছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। একইসাথে চোটের কারণে টের স্টেগান, মার্কো আলোনসো, ইনিগো মার্টিনেজ, গাভি ও পেদ্রিকেও পাবে না বার্সেলোনা। তাই শিরোপা নির্ধার্ণী ম্যাচের আগে বড়ই দুশ্চিন্তা বার্সা শিবিরে।

বার্সা কোচ জাভি বলেন, এটা স্বীকার করতে কোনো সমস্য নেই ফর্মের বিচালে রিয়াল মাদ্রিদ এগিয়ে। কিন্তু বল যখন মাঠে গড়ানো শুরু করবে তখন অতীতের কোনো মূল্য নেই। আমরা সেরাটা দিতে চাই। ক্লাসিকোতে কে জিতবে এটা আগে বলা অসম্ভব।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণ বাংলাদেশি কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে না।ফাইনালের আগে ইনজুরিতে পড়েছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। একইসাথে চোটের কারণে টের স্টেগান, মার্কো আলোনসো, ইনিগো মার্টিনেজ, গাভি ও পেদ্রিকেও পাবে না বার্সেলোনা। তাই শিরোপা নির্ধার্ণী ম্যাচের আগে বড়ই দুশ্চিন্তা বার্সা শিবিরে।

বার্সা কোচ জাভি বলেন, এটা স্বীকার করতে কোনো সমস্য নেই ফর্মের বিচালে রিয়াল মাদ্রিদ এগিয়ে। কিন্তু বল যখন মাঠে গড়ানো শুরু করবে তখন অতীতের কোনো মূল্য নেই। আমরা সেরাটা দিতে চাই। ক্লাসিকোতে কে জিতবে এটা আগে বলা অসম্ভব।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণ বাংলাদেশি কোনো টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে না।তবে এই ম্যাচটি লিংকে দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com