শীতে হৃদরোগ এড়াতে কী করবেন?
- Update Time : 09:00:00 am, Saturday, 13 January 2024
- / 352 Time View

অন্যান্য সময়ের তুলনায় শীতে বাড়ে হার্টের সমস্যা। আর হার্টের সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে। আসলে শীতকালে রক্তনালি সংকুচিত হয়ে পড়ে।
অন্যদিকে শরীর গরম রাখতে রক্ত দ্রুত চলাচল করে। এর ফলে রক্তচাপ বেড়ে যায়। অন্যদিকে রক্তচাপ বাড়লে হার্টের সমস্যা আসে তার হাত ধরেই।
তাই এ সমস্যার মোকাবিলা করতে শীতে সতর্ক জীবনযাপন করা জরুরি। এ সময় প্রতিদিনের জীবনে কিছু বদল আনতে পারেন। যা হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি হার্ট অ্যাটাকের মতো বিপদের ঝুঁকিও কমিয়ে দেয়।
কেন শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে?
বিশেষজ্ঞদের মতে, শীতে তাপমাত্রা অনেকটাই কমে যায়। ফলে রক্তনালি সংকুচিত হয়ে পড়ে। এর ফলে শরীর গরম রাখতে রক্ত দ্রুত চলাচল করে। যা হার্টের উপর বেশি চাপ তৈরি করে।
আবার শীতে ডায়েটেও বদল আসে। এ সময় ফ্যাট ও মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। যা হার্টের উপর চাপ ফেলে। এমনকি শীতে আমাদের চলাফেরাও কমে যায়। এটি হার্টের উপর চাপ ফেলে।

























