Dhaka 3:00 am, Saturday, 22 November 2025

সরকারি সম্পত্তি রক্ষায় কর্মকর্তাগণ ব্যক্তি কর্তৃক প্রভাবিত, অনিয়ম ও দুর্নীতিতে প্রশ্নবিদ্ধ জরিপ কার্যক্রম

  • Reporter Name
  • Update Time : 08:36:17 am, Thursday, 11 January 2024
  • 363 Time View

বিপ্লব হোসেন ফারুকঃ গাজীপুর কাশিমপুর থানাধীন গোবিন্দ বাড়ি মৌজায় এস এ ১নং খতিয়ানের ৮২৫ দাগে বিগত জরিপে প্রতারণামূলক লিখনিতে ৩,৩৯ শতক সম্পত্তি আর এস ২৭৭৪দাগে ব্যক্তিমালিকানা অন্তর্ভুক্তি ঘটে। আর এস রেকর্ডের স্বপক্ষে দালিলিক তথ্য মতে সঠিক কোন প্রমাণ নেই অথচ এরই উপর ভিত্তি করে চলমান জরিপে বিডিএস রেকর্ডর পর্চা দেওয়া শুরু হলে গণমাধ্যম কর্মীগণ এতে বাধা প্রদান করে একাধিক মিডিয়াতে সংবাদ প্রকাশ করেন। এ বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে সহকারী ভূমি কর্মকর্তাদের সার্বিক কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক ভূমি কর্মকর্তার প্রতিবেদন প্রাপ্তিতে অবগত হয়ে চলমান জরিপে ৩০ ধারায় রাষ্ট্রীয় সম্পত্তির উপর বিডিএস রেকর্ড না দেওয়ার লক্ষ্যে আপত্তি প্রতিবেদন দাখিল করেন।

কিন্তু গাজীপুরে দায়িত্বরত সেটেলমেন্ট কর্মকর্তা কাজী মুশতাক আহমেদ রাষ্ট্রপক্ষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে১৯৫০এর ধারা১৪৩ বিধি পাশ কাটিয়ে ১৯৫৫এর প্রজাস্বত্ব আইনে করণিক ভুল ও প্রতারণামূলক লেখনীর বিষয়টি গুরুত্ব সহকারে আমলে না নিয়ে ব্যক্তি কর্তৃক প্রভাবিত হয়ে অন্যায়ভাবে লাভবান হওয়ার আশায় কাজী মুশতাক আহমেদ ও সহকারী (প্রেসকার) জাকির হোসেনের স্বেচ্ছাচারিতায় চলমান জরিপে ভুলের উপর ভুল রেখে উল্লেখিত রাষ্ট্রীয় সম্পত্তি ব্যক্তিমালিকানায় বিডিএস রেকর্ডের অন্তর্ভুক্তিমূলক পর্চা প্রদান করে রাষ্ট্রের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করায় প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের সাথে প্রতারণা করিয়াছেন বলে স্পষ্ট প্রতীয়মান। অবস্থার প্রেক্ষাপটে গভীরতম তদন্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mottakim Ahmed

Popular Post

সরকারি সম্পত্তি রক্ষায় কর্মকর্তাগণ ব্যক্তি কর্তৃক প্রভাবিত, অনিয়ম ও দুর্নীতিতে প্রশ্নবিদ্ধ জরিপ কার্যক্রম

Update Time : 08:36:17 am, Thursday, 11 January 2024

বিপ্লব হোসেন ফারুকঃ গাজীপুর কাশিমপুর থানাধীন গোবিন্দ বাড়ি মৌজায় এস এ ১নং খতিয়ানের ৮২৫ দাগে বিগত জরিপে প্রতারণামূলক লিখনিতে ৩,৩৯ শতক সম্পত্তি আর এস ২৭৭৪দাগে ব্যক্তিমালিকানা অন্তর্ভুক্তি ঘটে। আর এস রেকর্ডের স্বপক্ষে দালিলিক তথ্য মতে সঠিক কোন প্রমাণ নেই অথচ এরই উপর ভিত্তি করে চলমান জরিপে বিডিএস রেকর্ডর পর্চা দেওয়া শুরু হলে গণমাধ্যম কর্মীগণ এতে বাধা প্রদান করে একাধিক মিডিয়াতে সংবাদ প্রকাশ করেন। এ বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে সহকারী ভূমি কর্মকর্তাদের সার্বিক কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক ভূমি কর্মকর্তার প্রতিবেদন প্রাপ্তিতে অবগত হয়ে চলমান জরিপে ৩০ ধারায় রাষ্ট্রীয় সম্পত্তির উপর বিডিএস রেকর্ড না দেওয়ার লক্ষ্যে আপত্তি প্রতিবেদন দাখিল করেন।

কিন্তু গাজীপুরে দায়িত্বরত সেটেলমেন্ট কর্মকর্তা কাজী মুশতাক আহমেদ রাষ্ট্রপক্ষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে১৯৫০এর ধারা১৪৩ বিধি পাশ কাটিয়ে ১৯৫৫এর প্রজাস্বত্ব আইনে করণিক ভুল ও প্রতারণামূলক লেখনীর বিষয়টি গুরুত্ব সহকারে আমলে না নিয়ে ব্যক্তি কর্তৃক প্রভাবিত হয়ে অন্যায়ভাবে লাভবান হওয়ার আশায় কাজী মুশতাক আহমেদ ও সহকারী (প্রেসকার) জাকির হোসেনের স্বেচ্ছাচারিতায় চলমান জরিপে ভুলের উপর ভুল রেখে উল্লেখিত রাষ্ট্রীয় সম্পত্তি ব্যক্তিমালিকানায় বিডিএস রেকর্ডের অন্তর্ভুক্তিমূলক পর্চা প্রদান করে রাষ্ট্রের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করায় প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের সাথে প্রতারণা করিয়াছেন বলে স্পষ্ট প্রতীয়মান। অবস্থার প্রেক্ষাপটে গভীরতম তদন্ত সাপেক্ষে রাষ্ট্রীয় আইনের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ।