বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসছেন মৌসুমী হামিদ। পাত্র স্ক্রিপ্ট রাইটার, এক্সিকিউটিভ প্রডিউসার ও নির্মাতা আবু সাইয়িদ রানা। গতকাল বুধবার অভিনেত্রীর নিজের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।
ছোট পরিসরে অভিনেত্রীর নিজের বাসায় এ অনুষ্ঠান হয়। আগামীকাল শুক্রবার তাদের বিয়ে। এমনটা অিগ্নিশিখাকে নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই।
বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বললেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমাদের সম্পর্ক। তো এক পর্যায়ে দুজনেরই মনে হয়েছে, সম্পর্কটাকে পূর্ণতা দেওয়া যায়। এরপর পরিবারকে জানাই, তারাও সম্মতি দেয়। সেই মোতাবেক আনুষ্ঠানিকতা হচ্ছে।’
বিস্তারিত না জানালেও প্রেম প্রসঙ্গে বছর খানেক আগে একবার মৌসুমী হামিদ বলেছিলেন, ‘প্রেম আসলে সবাই করতে পারে না। প্রেম করা খুব কঠিন। আমাকে কেন জানি ভালোবাসা স্যুট করে না। কিন্তু দেখা যাক, এবার করে কিনা।’
হ্যাঁ, এবার সত্যিই স্যুট করেছে। আর তাই রানার সঙ্গেই বাঁধছেন ঘর। সেই নতুন অধ্যায়ের জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনাও করলেন অভিনেত্রী।
উল্লেখ্য, এক যুগ আগে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আত্মপ্রকাশ করেন মৌসুমী হামিদ। এরপর বিভিন্ন নাটক ও সিনেমায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সু-অভিনেত্রী হিসেবে।