নির্বাচনী এলাকায় ১৭ ও ১৯ জুলাই সাধারণ ছুটি
- Update Time : 06:59:32 am, Friday, 14 July 2023
- / 360 Time View
অগ্নিশিখা ডেস্কঃ ঢাকা ১৭ আসনের উপনির্বাচনসহ বেশ কয়েকটি পৌরসভা-ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে আগামী ১৭ ও ১৯ জুলাই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি উপসচিব মীর নাহিদ আহসান স্বাক্ষরিত মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসন, সাতটি পৌরসভা, একটি উপজেলা পরিষদ ও ১১টি ইউনিয়ন পরিষদে শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৯ জুলাই একটি উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন নির্বাচন হবে।
এর ফলে এই দুদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।






















