নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৫
- Update Time : 11:54:47 am, Tuesday, 11 July 2023
- / 380 Time View
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে পাঁচ মেক্সিকান পর্যটক ও এক নেপালি পাইলট নিয়ে একটি হেলিকপ্টার মঙ্গলবার (১১ জুলাই) নিখোঁজ হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মানাং এয়ার হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪১৯ টায়) এভারেস্ট অঞ্চলের লুকলার কাছাকাছি সুরকে থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাত্রা করে। কিন্তু প্রায় ১০ মিনিট পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মানাং এয়ারের রাজু নেউপানে এএফপি’কে বলেন, ‘তদন্ত চলছে। অনুসন্ধানের জন্য আমরা আরেকটি হেলিকপ্টার পাঠিয়েছি।’
নেপাল দুর্বল বিমান চলাচল নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সর্বশেষ প্রায় ছয় মাস আগে এক বিমান দুর্ঘটনায় ৭২ জন আরোহির মৃত্যু হয়।
















