Dhaka 11:55 pm, Thursday, 1 January 2026

যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : 07:13:54 am, Thursday, 6 July 2023
  • / 384 Time View
৫২

নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয়নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি উদযাপনে যুব মহিলা লীগ দুই দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ৬ জুলাই সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন প্রাঙ্গণে কেক কাটা। সকাল ৯টায় যুব মহিলা লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে শোভাযাত্রা।

এদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হবে। দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘হাসিনা এ ডটার্স টেল’র প্রদর্শনী করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়া আগামীকাল ৭ জুলাই বেলা ১১টায় রমনা কালী মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে দেশব্যাপী সংগঠনের প্রতিটি ইউনিটকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Update Time : 07:13:54 am, Thursday, 6 July 2023
৫২

নিজস্ব প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয়নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।

বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি উদযাপনে যুব মহিলা লীগ দুই দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ৬ জুলাই সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন প্রাঙ্গণে কেক কাটা। সকাল ৯টায় যুব মহিলা লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে শোভাযাত্রা।

এদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হবে। দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘হাসিনা এ ডটার্স টেল’র প্রদর্শনী করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়া আগামীকাল ৭ জুলাই বেলা ১১টায় রমনা কালী মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে দেশব্যাপী সংগঠনের প্রতিটি ইউনিটকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।