সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ :
বনের ভিতর অবৈধ গ্যাস ও বিদ্যুৎ লাইন কর্তাগন উদাসীন সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক আটক নারায়ণগঞ্জে ডেভিল হান্ট অভিযানে জাতীয় পার্টির নেতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন গ্রেপ্তার ওসমানীনগরে যুক্তরাজ্য যুবদল নেতা রুহেল আহমদ সংবর্ধিত আলাউদ্দিন হাজি ট্রাক ড্রাইভার থেকে হয়ে ওঠেন ফতুল্লা শিল্পাঞ্চলের অঘোষিত ডন নবাবগঞ্জে দুইশত বছরের পেশা মৃৎশিল্প মৃতপ্রায় নারায়ণগঞ্জের মহাসড়কে তীব্র যানজট,চরম ভোগান্তিতে হাজার হাজার যাত্রী পীর শামীম শাহ’র আস্তানা ঘিরে চাঞ্চল্য সরাইলে ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর টহল দল কর্তৃক বিশেষ অভিযানে কোটি কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক ১০ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা টিপু

সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির শুভেচ্ছা ও আনন্দ মিছিলঃ

সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির শুভেচ্ছা ও আনন্দ মিছিলঃ

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নবগঠিত সুজানগর উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দা মিছিল করেছে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ৪টায় মিছিলটি পৌর এলাকার ভবানীপুর মোড় থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে প্রফেসর পাড়ায় গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে নবগঠিত সুজানগর উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানের সভাপতিত্বে ও সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হুদা কামাল বিশ্বাসের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, সদস্য সচিব জসিম বিশ্বাস, জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ প্রমূখ।
এসময় পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা বিএনপির সদস্য আবুল হাশেম, আসিফ খান, ডা. আহমেদ মোস্তফা নোমান, সেলিম সর্দার, পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজিব, দপ্তর সম্পাদক সোম্যনাথ বাগচী, সদস্য মীর রকিবুল ইসলাম কমল, ছাত্রদল নেতা আলাউদ্দিন আদমসহ জেলা ও সুজানগর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com