মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর শনিবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষকদল ভালুকা উপজেলা ও পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল আলম বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক লিটন আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, জেলা কৃষকদলের সাবেক সদস্য জহির রায়হান, মুর্তুজা বশির, ওসমান গনি, উপজেলা কৃষক দলের সাবেক সাধারন সম্পাদক শামিম খান, উপজেলা কৃষকদলের সাবেক নেতা রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাশার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রুহুল আমিন, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আবু সাইদ জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হক মন্ডল, যুবদল নেতা নাইমুল করিম জান্নাত, জেলা সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক আঃ রউফ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান ইমন, নুর হোসেন সরকার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মোল্লা, বিএনপি নেতা ফরহাদুল আলম রতন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ আহাম্মেদ, সদস্য মোঃ আবু হানিফ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানবীর হাসান শান্ত, পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান শাকিল প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।