যশোরের বেনাপোলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- Update Time : 10:44:02 am, Wednesday, 22 June 2022
- / 381 Time View
যশোরের বেনাপোলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
বেনাপোল থেকেঃ
যশোরের বেনাপোলের বালুন্ডা বাজারে আশানুজ্জামান বাবলু (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত বাবলু বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
মঙ্গলবার রাত ১০ টার দিকে বালুন্ডা বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন। সে মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে।
চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মুর্হুমুহ ৫/৬ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
যশোরের নাভারন সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত বাবলুর নামে ১০/১২ টি মামলা আছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান।















