পাবনা সুজানগর লক্ষীপুরে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- Update Time : 04:07:17 am, Monday, 13 June 2022
- / 450 Time View
মোঃ রাজিব জোয়ার্দ্দার,সিনিয়র রিপোর্টারঃ
হাজার হাজার বিগা ফসলী চরের জমি রক্ষার দাবীতে পাবনা
সুজানগর উপজেলার ভায়না, লক্ষীপুর, চলদা, চরতারাপুর, চর মানিকদীর,
চরবিশ্বনাথপুরে পদ্মা নদীতে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের বন্ধের
দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে। আজ রবিবার দুপুরে
লক্ষীপুর নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্যেদেন ইয়াছিন প্রমানিক, রশিদ আলী শেখ,আকব্বর
মন্ডল,হাশেম শেখ, আমিরুল, হিলাল, বাচ্চু শেখ, নবী প্রমানিক
প্রমুখ।
ভুক্তভুগী কৃষকরা বক্তব্যে বলেন, একটি প্রভাবশালী মহল ইজারা নিয়ে
বিভিন্ন জায়গা অপরিকল্পিত ভাবে অবাধে ডিজার দিয়ে বালু
কেটে নেবার ফলে তাদের শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে
পড়েছে, দুই ফসলী জমিতে সোনালী পাট,ধান,বাদাম,তিল,ভূট্রা,
পেয়াজ,রসুন, ছোলা নানা ফষল আবাদ হয়। সাধারণ কৃষকদের এক
মাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অচিরেই
এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর
গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদী পাড়ের কৃষকরা।
















