বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
মাদক সম্রাট মাদকসহ গ্রেফতার নারায়ণগঞ্জে ৩০০শয্যা হাসপাতালে যৌথ অভিযানে ১৫ দালাল আটক মহাষ্টমীর দিনে গাইবান্ধায় কুমারী পূজা ভোলা-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ত্যাগী নেতা – সহিদ উল্যাহ তালুকদার মাদকবিরোধী সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ এবার উৎসবমূখর পরিবেশে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নারায়ণগঞ্জের ফতুল্লায় লুট হওয়া সরঞ্জাম সহ ট্রাক উদ্ধার  কক্সবাজারের ঈদগাঁও সড়কে আবারও ডাকাতি, ২ যুবককে অপহরণ কর্ণফুলী টানেলে ৬ দিন ট্রাফিক ডাইভারশন নারায়ণগঞ্জ চাষাঢ়া ও ফতুল্লা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী

সিধু মুসেওয়ালা খুনের পর আতঙ্ক সালমানকে ঘিরেও!

 

পাঞ্জাবি সংগীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে খুনের দায় স্বীকার করেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। এরপরই নিরাপত্তা বাড়ানো হল সালমান খানের। ২০১৮ সালে ভাইজানকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স। সেই কারণেই সিধু হত্যাকাণ্ডের পরে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মুম্বাই পুলিশ।

হরিয়ানার স্পেশাল টাস্ক ফোর্সের কাছ থেকে লরেন্সের বিষয়টি জানার পরেই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে সালমান নিজের বাড়িতে নেই। এদিকে কানাডার মবস্টার গোল্ডি ব্রার এই খুনের দায় নিয়েছে বলেই জানা যাচ্ছে। গোল্ডি লরেন্সের খুবই ঘনিষ্ঠ। আর তাই সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যেই তারকার বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আশপাশে কোনও ভিড় যাতে না হয়, সেদিকেও লক্ষ রাখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই বলেছিল, “আমি করলে তো জানাজানি হয়েই যাবে। সালমানকে যোধপুরেই মারব। এখনও তো আমি কিছু করিইনি। অকারণেই আমাকে জড়ানো হচ্ছে।” সেই সময় ‘রেস ৩’ ছবির শুটিং চলছিল। লরেন্সের এহেন হুমকির পরই তা সাময়িক বন্ধ হয়ে যায়। আসলে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোতেই লরেন্সের ক্ষোভ তৈরি হয়েছিল। যোধপুরের যে সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ পূজনীয়, সেই সম্প্রদায়েরই প্রতিনিধি ছিল লরেন্স। একইভাবে যোধপুরে শুটিং করতে দিয়ে লরেন্সের রক্তচক্ষুর কবলে পড়েছিলেন মিকা সিংও। সেই কারণে তার নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে সিধুর। তার নিজের গ্রামে হওয়া শেষকৃত্যের সাক্ষী হতে জমায়েত হয় হাজার হাজার মানুষের। গত রবিবার তাকে গুলিতে ঝাঁজরা করে হত্যা করে আততায়ীরা। ঠিক আগের দিনই তার নিরাপত্তা আলগা করা হয়েছিল। পরের দিনই ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। এখনও পর্যন্ত এই মামলায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com