মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
দক্ষিণ কোরািয়ার জনপ্রিয় কে-পপ গ্রুপ ‘সেভেন্টিন’। তাদের চতুর্থ অ্যালবাম ‘ফেস দ্য সান’। মুক্তির আগেই প্রি-অর্ডারের মাধ্যমে ২ মিলিয়ন কপি বিক্রি হয়ে গেছে।
বয় গ্রুপ সেভেন্টিন শুক্রবার ২৭ মে ‘ফেস দ্য সান’ শিরোনামের চতুর্থ পূর্ণ দৈর্ঘ্যের অ্যালবাম রিলিজ করে।
ব্যান্ড নেতা এস. কুপস এই রিলিজ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি এটি একটি অর্থবহ অ্যালবাম হবে। এটা আসলেই ভাবতে দুর্দান্ত লাগছে যে আমরা চারটি পূর্ণ অ্যালবামসহ একটি দলে পরিণত হয়েছি। আমরা চতুর্থ এলপি রিলিজ করতে পেরে আনন্দিত। অ্যালবামটিতে নয়টি ট্র্যাক রয়েছে।’
২০১৫ সালে আত্মপ্রকাশ করে ‘সেভেন্টিন’। এটি এখন শীর্ষস্থানীয় কে-পপ গ্রুপগুলোর মধ্যে একটি যার সম্প্রতি অ্যালবামগুলো প্রকাশের পর কয়েক মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে।
চতুর্থ ইপি প্রি-অর্ডারে ২ মিলিয়নেরও বেশি কপি বিক্রি করে গ্রুপের জন্য একটি নতুন রেকর্ডের জন্ম দিয়েছে।