সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সরাইল বিআরডিবির পরিদর্শক অলক ঠাকুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেছে বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ

হাসিনা বিন’ নিয়ে বই মেলায় যা লিখলেন উপদেষ্টা আসিফ

অগ্নিশিখা ডেস্কঃ অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ডাস্টবিন স্থাপন করে দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিকে বই মেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্টলে গিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ডাস্টবিনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপদেষ্টা আসিফ তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায় তিনি বই মেলায় বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের স্টলে গিয়ে লিখেন, ‘হাসিনা বিনের জন্য ধন্যবাদ এবং প্রকাশনা এবং সুভ্যেনির গুলো ভালো হয়েছে।’

ইতোমধ্যে এই ডাস্টবিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ ময়লা ফেলেছেন। সে ছবি তারা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিও পোস্ট করেছেন।

মেলার ১ম দিন শনিবার (১ ফেব্রুয়ারি) প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ।’

এরপর মেলার ২য় দিন নিজের ফেসবুক প্রোফাইলে ওই ডাস্টবিনে ময়লা ফেলার ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “নগরবাসী, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।”

এছাড়া একুশে বইমেলার প্রথম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করে সেখানে লিখেছিল, ‘আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com