রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬ জন মাদকসেবী আটক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা একজন জন মাদক কারবারি আটক নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মোটরসাইকেল চালক নিহত নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে,মানববন্ধন কাউন্সিলর আঞ্চলিক অফিস নির্মাণের সাইনবোর্ড টাঙ্গিয়ে রাষ্ট্রীয় সম্পত্তি দখলের পাঁয়তারা অবৈধ লিকেজ গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণ, দুই শিশুসহ আহত (৪)জন নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)এর যোগদান “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীনব ও সম্পদের ক্ষতি “

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কর্পোরেট সেবা দেবে টেলিটক

অগ্নিশিখা ডেস্ক: সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ, সুরক্ষিত, সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সমান অধিকারের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া এনজিও ‘উৎস বাংলাদেশ’-এর সঙ্গে কর্পোরেট সেবা চুক্তি করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুর নিরাপদ, সুরক্ষিত, সুখী এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার সমান অধিকারের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া এনজিও ‘উৎস বাংলাদেশ’ ও টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। ওই চুক্তির আওতায় টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে উৎস বাংলাদেশকে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন করপোরেট ডিজিটাল সেবা দিবে।

চুক্তি সই অনুষ্ঠানে উৎস বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহমুদা আক্তার মাহমুদ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষে অতিরিক্ত-মহাব্যবস্থাপক (বিক্রয় এবং বিপণন) মো. সাইফুর রহমান খান চুক্তি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উৎস বাংলাদেশ এর জ্যেষ্ঠ-ব্যবস্থাপক নীলিমা আক্তার মজুমদার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (করপোরেট সেলস) নীলমণি আইচসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com