শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন মা বাবার কবরের পাশেই পরপারের বাসিন্দা হলেন আব্দু রহমান খান ওমর আমরা মওদুদী ইসলাম এর অনুসারী নই : সালাউদ্দিন আহমেদ “ঢাকা রেশনিং কর্তৃক ও এম এস ডিলার নিয়োগে অনিয়ম” পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা

সাকিব এখনো জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে- বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তার খেলার গুঞ্জন থাকলেও সেটি শেষ পর্যন্ত হচ্ছে না। পাশাপাশি, আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি ও চলতি মাসের শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার অংশগ্রহণ নিয়েও চূড়ান্ত অনিশ্চয়তার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এদিকে আজ রবিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব জাতীয় দলের হয়ে আর খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানিয়েছেন, এখনো জাতীয় দলের রাডারে আছেন সাকিব।

বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে…ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তারা যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

সাকিব এখনো জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে জানিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’

এদিকে জাতীয় দলের হয়ে না খেললেও সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন। তবে সাকিব দেশের হয়ে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় জানিয়ে বিসবি সভাপতি বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com