সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সরাইল বিআরডিবির পরিদর্শক অলক ঠাকুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেছে বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ

শহিদ নজির আহমদ দিবস পালনের আহ্বান বিপ্লবী ছাত্র পরিষদের

অগ্নিশিখা প্রতিবেদকঃ আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদের ৮২তম শাহাদাত বার্ষিকী। ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি নির্মমভাবে নিহত হন তিনি। বিপ্লবী ছাত্র পরিষদ দিনটিকে ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস’ হিসেবে পালন করবে।

এ উপলক্ষ্যে রোববার সকাল ৯টায় শহীদ নজিরের সমাধিস্থল আজিমপুর কবরস্থান জিয়ারত, বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ ঘোষণা দেন বলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে শহীদ নজির আহমদকে বিশ্ব মুসলিম ইতিহাসের অন্যতম ‘আইকনিক ইসলামোফবিক ভিক্টিম’ আখ্যা দেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

তারা অভিযোগ করেন, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে বাংলাদেশসহ উপমহাদেশের মুসলমানদের ওপর হিন্দু জমিদার ও পরবর্তীতে হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িকতার ইতিহাসকে গোপন করার মতলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদকে ইতিহাস থেকে পরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, সাম্প্রদায়িক হিন্দু ছাত্ররা শহীদ নজির আহমেদকে হত্যা করলেও ১৯৫২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সাধারণ হিন্দু ছাত্ররা মুসলিম ছাত্রদের সঙ্গে মিলে তার শাহাদতবার্ষিকী পালন করত। কিন্তু পরে গভীর চক্রান্তের বশবর্তী হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হওয়া সত্ত্বেও নজির আহমদের শাহাদতবার্ষিকী পালন বন্ধ করা হয়। এমনকি তার নামে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নামকরণও করা হয়নি।

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিপ্লব হয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারকে শহীদ নজির আহমদের প্রতি বর্ণবাদী ইসলামোফোবিক বিদ্বেষের সিলসিলা বন্ধের আহ্বান জানান বিপ্লবী ছাত্র পরিষদ আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com