শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ :
আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন মা বাবার কবরের পাশেই পরপারের বাসিন্দা হলেন আব্দু রহমান খান ওমর আমরা মওদুদী ইসলাম এর অনুসারী নই : সালাউদ্দিন আহমেদ “ঢাকা রেশনিং কর্তৃক ও এম এস ডিলার নিয়োগে অনিয়ম” পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা

নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করলেন এলাকাবাসী

অগ্নিশিখা প্রতিবেদক: রাজধানীর গুলশানের পর এবার নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করেছেন এলাকাবাসী। গত বুধবার (৩০ এপ্রিল) নিকুঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার জেরে তৎক্ষণাৎ অটোরিকশা বন্ধের উদ্যোগ নেন স্থানীয় এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, গুলশানের পর এবার রাজধানীর নিকুঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করেছেন এলাকাবাসী। নিকুঞ্জ-২, টানপাড়া ও জামতলায় অটোরিকশার সীমাহীন যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। অনিরাপদ এই যানের বৈধ কোনো কাগজপত্র না থাকা এবং চালকের ন্যূনতম প্রশিক্ষণ না থাকা, মাদকাসক্ত অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে গত ৬ মাসে কয়েক ডজন দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও প্রয়োজনের তুলনায় অধিক অটোরিকশা চলাচল করায় এলাকার রাস্তাগুলোতে হাঁটাই যেন মুশকিল হয়ে পড়েছে।

এলাকাবাসীরা জানান, আমাদের নিকুঞ্জ এলাকায় সাতটিরও অধিক অটোরিকশার গ্যারেজ রয়েছে। গ্যারেজগুলোতে সব মিলিয়ে অটোরিকশার সংখ্যা দুইশর বেশি। দিন দিন এই সংখ্যা বাড়ছে। গ্যারেজগুলোকে তদারকির মধ্যে না আনা পর্যন্ত নিকুঞ্জ এলাকায় অটোরিকশা বন্ধের এমন উদ্যোগ পূর্ণতা পাবে না।

এদিকে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ অভিযান শুরু করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ঢাকা শহরের ভেতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনগুলো বন্ধ করতে শিগগিরই এ অভিযান শুরু হচ্ছে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com