শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের (আট) নেতাকর্মী ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে বালু ব্যবসায়ী/মালিকদের সাথে মতবিনিময় সভা এনসিপি’র নতুন কার্যালয় উদ্বোধনে রাজনৈতিক বার্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সরাইল বিআরডিবির পরিদর্শক অলক ঠাকুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেছে বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীপ্তি ডাইং কারখানার দেয়াল ধসে নিহত ১

সাহাবউদ্দীন,বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লার দীপ্তি ডাইং নামক শিল্প প্রতিষ্ঠানের ইটিপি প্লান্টের নির্মাণাধীন দেয়াল ধসে ১ জন শ্রমিক নিহত এবং আহত ৩ জন। এ মর্মান্তিক ঘটনায় দীপ্তি ডাইং কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের হতাহতের বিষয় রহস্যজনক ভূমিকা পালনের অভিযোগ উঠেছে।

সোমবার ৭ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীপ্তি ডাইং কারখানায় নিহত শ্রমিকের নাম আশরাফুল (৩৫), পিতা আব্দুর সাত্তার। আহতদের মধ্যে সোহেল (২৫), রাকিব (১৫), এবং হৃদয় (২২) রয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, শ্রমিকরা মালিকের নির্দেশে অন্য কাজে নিয়োজিত থাকা সত্ত্বেও ইটিপি প্রকল্পের কাজ করতে বাধ্য হয়ে কাজে যোগ দেন। কাজ করা সময়ে ইটিপি প্রকল্পের নির্মাণাধীন দেয়ালে অতিরিক্ত চাপ এবং কাজের পরিবেশ না থাকার কারণে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
দীপ্তি ডাইং এর মালিক টিপু এ ঘটনায় রহস্যের আড়াল করতে চেষ্টা করছেন এবং পুলিশও তথ্য এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

আহতদের দূর্ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তারা গণমাধ্যমকর্মীদের জানান, মালিক পক্ষ ঝুঁকিপূর্ণ কাজে জোরপূর্বক আমাদের দিয়ে করাইতেছিলো। কাজ করার এক পর্যায়ে হঠাৎ পাশের দেয়ালটি ভেঙে পড়ে যায়। এ সময় নিহত আশরাফুল ধসে পড়া দেয়ালের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক খানপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে মালিকপক্ষ কোনও সঠিক তথ্য দেয়নি। মালিক টিপু ওরফে বরিশাইল্লাহ টিপু দূর্ঘটনার পর থেকে ঘা ডাকা দিয়ে রয়েছে বলে জানান ভুক্তভোগী নিহত ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ।

এ বিষয়ে হতাহতের পরিবার এবং আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা দ্রুত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com