শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
একই সাথে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু শামীম আজাদ আসামীদের অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনপ্রাপ্তরা হলঃ মানিক ওরফে গিয়ার মানিক, উজ্জল, রাহাত মোল্লা,ইলিয়াস হোসেন ওরফে জয় ও জুলহাস জয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ১২আগস্ট রাতে ফতুল্লা নয়ামাটি এলাকার নওশাদ বেপারীর ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী রাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদাল এ রায় ঘোষণা করেন