শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের (আট) নেতাকর্মী ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে বালু ব্যবসায়ী/মালিকদের সাথে মতবিনিময় সভা এনসিপি’র নতুন কার্যালয় উদ্বোধনে রাজনৈতিক বার্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সরাইল বিআরডিবির পরিদর্শক অলক ঠাকুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেছে বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন

দুই পুলিশ সদস্যকে মারধর, ভিডিও ভাইরাল

সাহাব উদ্দীন,বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ রূপগঞ্জের পূর্বাচল তিনশ’ ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিএনজি চালকরা। এ সময় তারা ভুলতা-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল-ডেকার বাস আটকে দিয়ে যাত্রী নামিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুই পুলিশ সদস্যকে মারধর করে বিক্ষুব্ধ সিএনজি চালকরা।

(৫ মার্চ) দুপুরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিক্ষুব্ধ সিএনজি চালকরা জানান, গত কয়েকদিন ধরে বিআরটিসি বাস কর্তৃপক্ষের লোকজন তাদের কাছ থেকে প্রতি মাসে ৩ থেকে ৪ হাজার টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিআরটিসি-সমর্থিত রাকিব ও জিহাদের নেতৃত্বে ১০-১৫ জনের একটি লাঠিয়াল বাহিনী বেশ কয়েকজন সিএনজি চালককে মারধর করে এবং সিএনজি ভাঙচুর চালায়। বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

বুধবার সকাল থেকে আবারও চাঁদার দাবিতে সিএনজি চালকদের ওপর হামলা চালায় রাকিব-জিহাদ বাহিনী। তারা ৩-৪ জন সিএনজি চালককে মারধর করে ও সিএনজি ভাঙচুর করে। এর প্রতিবাদে দুপুর ১টার দিকে সিএনজি চালকরা একত্রিত হয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে বিক্ষোভ শুরু করে। তারা সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে দিয়ে যাত্রী নামিয়ে দেয় এবং অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে ও বিআরটিসির বাস চালু করার চেষ্টা চালালে বিক্ষুব্ধ সিএনজি চালকরা এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চুকে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য (এসআই সায়েম ও কনস্টেবল বাচ্চু) আহত হয়েছেন। এ ঘটনায় তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলা করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর স্বার্থে এ সড়কে নিরাপদ গণপরিবহন চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com