রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

সর্বশেষ :

“ঢাকা রেশনিং কর্তৃক ও এম এস ডিলার নিয়োগে অনিয়ম”

বিপ্লব মাতব্বর :
ও এম এস নীতিমালা ২০২৪ অনুযায়ী গত ২২-১০ ২০২৪ইং খ্রিস্টাব্দে প্রধান নিয়ন্ত্রক ঢাকা রেশনিং ঢাকা কর্তৃক স্বাক্ষরিত ও এম এস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েব সাইট এবং বহুল প্রচারিত “দৈনিক পত্রিকায়” প্রচারিত হয়।পরবর্তীতে ও এম এস লটারিতে ব্যাপক অনিয়মের জন্য গত ৫-১০-২০২৫ ইংরেজি তারিখে ঢাকা রেশনিং দপ্তরের সামনে ভুক্তভোগী আবেদনকারীরা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন।পরবর্তীতে গত ৫-১০-২৫ ইংরেজি তারিখে ঢাকা বিভাগীয় কমিশনার ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন ।যেহেতু গত ২২-১০ -২০২৪ ইংরেজি ও ০১-০৭-২০২৫ইং তারিখ বহুল প্রচারিত” দৈনিক পত্রিকায়” বিজ্ঞপ্তি দিয়ে ওএম এস এর আবেদনকারীদের নিকট হইতে আবেদনপত্র গ্রহণ করেন এতে অসংখ্য খাদ্যশস্য লাইসেন্সধারী প্রকৃত ব্যবসায়ীগণ বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ নিয়ম অনুসরণ করে আবেদন করেন যেহেতু ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী উন্মুক্ত লটারি মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ প্রাপ্ত হইবে সেহেতু আবেদনকারীদের কোনরূপ অবগত না করিয়া গত ২৯-১০ -২০২৫ ইংরেজি তারিখে খাদ্য অধিদপ্তরের অধীন ঢাকা রেশনিং এর অংশ হিসেবে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে  কিছু অসাধু এবং কালো তালিকা ভুক্ত মামলাধারী আবেদনকারী ব্যক্তিদের যোগসাজশে   লটারি কার্যক্রম পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য সচিব  লটারির মাধ্যমে সদস্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন যাহা আইন বিরোধী এবং বিতর্কিত।এমনকি উক্ত লটারি অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াসহ প্রকৃত আবেদন কারিগনের অনেকেই  উপস্থিত ছিলেন না । ভুক্তভোগী জনাব তারিকুল ইসলাম দৈনিক অগ্নিশিখা কে বলেন যাহার ঠিকানা সাং- ৪,দয়াগঞ্জ রোড, থানা -গেন্ডারিয়া ,জেলা -ঢাকা।আবেদন নম্বর ০৫৩৮ খাদ্যশস্য লাইসেন্সধারী ব্যবসায়ী এবং যাহার দোকান গুদামে ও এম এস ডিলারশিপ প্রাপ্তির শর্ত মোতাবেক ১০ টন খাদ্যশস্য সংরক্ষণ করার মত প্রয়োজনীয় স্থান সংকুলান রয়েছে এমনকি ও এম এস এর আওতায় সরবরাহকৃত খাদ্যশস্য বিক্রয়ের ডিলারশিপ প্রাপ্তির জন্য ফুড গ্রেইন লাইসেন্স এবং আর্থিক স্বচ্ছলতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ইচ্ছা মতো অসৎ উপায় অবলম্বন করে ডিলার নিয়োগ দেয়া হয়েছে।যাহা আমাদের মত প্রকৃত ব্যবসায়ীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। তিনি দৈনিক অগ্নিশিখা কে আরো জানান ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৯০৫ টি ফরম বিক্রি করা হয় এবং ২৫৪২টি আবেদনপত্র জমা হয় । কিন্তু বৈধ আবেদনকারীদেরকে নোটিশ অথবা এস এম এস  যথাসময়ে প্রদান না করে অন্যায় ভাবে পাতানো লটারি অনুষ্ঠিত হয় এবং উক্ত লটারিতে নিজস্ব পছন্দ অনুযায়ী ২৮৭ জনকে ও এম এস ডিলার হিসেবে মনোনীত করা হয়। উক্ত মনোনীত ব্যক্তিগণের মধ্যে কিছু সংখ্যক বিজয়ীর বিরুদ্ধে (ও এম এস) চাল আটা তেল ডাল ও চিনি আত্মসাৎ এর অভিযোগে ফৌজদারী মামলা বিচারাধীন রয়েছে যাহা অগ্নি শিখার তদন্তে উঠে এসেছে ।(ওএমএস নীতিমালা- ২০২৪ অনুযায়ী কোন ফৌজদারি মামলায় বিচারাধীন কিংবা কালো তালিকাভুক্ত আছে এমন আবেদনকারীর আবেদন বাতিল বলে গণ্য হওয়ার কথা উল্লেখ আছে) যাহার মধ্যে অন্যতম লটারি বিজয়ী মোঃ নজরুল ইসলাম, পিতা :আব্দুর ছামাদ, সাং -১৩৭ মোহাম্মদবাগ, থানা- কদমতলী ,জেলা- ঢাকা ।তাহার নামে শ্যামপুর থানার মামলা নং ২২(১২)১৯ ,ধারা ২৫(১) ২৫ (ডি )বিশেষ ক্ষমতা আইন বিচারাধীন আছে। অপর বিজয়ী মোঃ আবু সাঈদ সরকার যিনি লটারি বিজয়ী এবং তার নামে গেন্ডারিয়া থানার মামলা নং ৫(০৫)২৫,(১) ২৫/(ডি) বিশেষ ক্ষমতা আইন বিচারাধীন আছে। অপর বিজয়ী মিতা খানম, স্বামী -হাসিবুর রহমান, যাহার স্বামী পূর্বের লটারি বিজয়ী এবং তার নামে গেন্ডারিয়া থানার মামলা নং ৫(০৫)২৫,ধারা ২৫(১)২৫(ডি) বিশেষ ক্ষমতা আইন বিচারাধীন আছে । অপর বিজয়ী আসাদুজ্জামান ,পিতা-মৃত আজীবর রহমান মোড়ল, মাতা -রিজিয়া খাতুন স্থায়ী ঠিকানা সাং -বাগদা ,পোস্ট -মজিদপুর, থানা -কেশবপুর ,জেলা -যশোর। বর্তমান ঠিকানা গ্রাম -নেওয়াজবাদ ,রোড নং- ১৩ ,বাসা নং- ৩৫ ,থানা- খিলগাঁও ,জেলা -ঢাকা। যাহার মামলা নম্বর ডেমরা থানার এফ আই আর নং- ২৫ ,তারিখ ২২ শে জুন ২০২৩ ইং। ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন। অপর বিজয়ী হৃদয়, পিতা -অজ্ঞাত যাহার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং ৭৭, তারিখ ২৫-০৩-২০২৩ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা । অপর বিজয়ী মোঃ আব্দুল হালিম শিকদার, পিতা -মৃত আইয়ুব আলী শিকদার, মাতা -মমতাজ বেগম ,সাং -৭৭৮ ঢালকানগর লেন ,ওয়ার্ড নং -৪৬ ,থানা -গেন্ডারিয়া ,জেলা -ঢাকা ।তাহার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ৭৭ , তারিখ:২২- ০৩ -২০২৩ ইংরেজি ধারা -১৯৭৪ সালের ২৫ ধারা বিচারাধীন। অপর বিজয়ী মোঃ সানাউল্লাহ, পিতা: মৃত নাসির উদ্দিন, মাতা- মৃত আছিয়া খাতুন, হোল্ডিং নং ১ বেতুলি পোস্ট- কাজকুরা, থানা -উত্তরখান, ডিএমপি, ঢাকা ।দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ৭৭ তারিখ ২৫-০৩-২০২৩ ইং ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা বিচারাধীন। অপর আসামিগণ  নাম -রিপন ,পিতা -মৃত আলী জব্বার আকন্দ (ওরফে সিকিম আলী) মাতা -ইয়ারন নেছা সাং- বয়াতি কান্দি ,(আকন্দবাড়ী) থানা -জাজিরা, জেলা -শরীয়তপুর ।বর্তমান ঠিকানা, ভান্ডারীর মোড় সংলগ্ন উত্তর নোয়াগাঁও ১ নং গলি থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি ঢাকা।দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ৭৭ তারিখ ২৫-০৩-২০২৩ ইং ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা বিচারাধীন ।অপর আসামি মোঃ মনির হোসেন, পিতা -মৃত মকবুল হোসেন, মাতা -মৃত নুরজাহান, সাং- আওরাবুনিয়া,( জমাদ্দার বাড়ি )ওয়ার্ড নং -৬ থানা -কাঠালিয়া ,জেলা- ঝালকাঠি। বর্তমান ঠিকানা ৪৩১/১ মালিবাগ রেলগেট বাজার সংলগ্ন থানা- শাজাহানপুর, ডিএমপি ঢাকা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং -৭৭ তারিখ ২৫ -০৩- ২০২৩ ইং ধারা ১৯৭৪ সালের ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা বিচারাধীন। অপর আসামি মোঃ সাইদুল ইসলাম ওরফে রেন্টু ,পিতা -মোহাম্মদ শাহজাহান খন্দকার ,মাতা -রেনু বেগম ,সাং- পশ্চিম তিমির কাঠি, দবদবিয়া ইউপি, থানা -নলছিটি, জেলা -ঝালকাঠি। বর্তমান ঠিকানা, তেজগাঁও শিল্পাঞ্চল নিউজ ২৪ চ্যানেলের সামনে থানা তেজগাঁও শিল্পাঞ্চল ডিএমপি ঢাকা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং -৭৭ তারিখ ২৫-০৩-২০২৩ ইং ধারা ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় রা মামলা বিচারাধীন। অপর আসামি মোঃ আজহারুল ইসলাম ,পিতা -মোঃ জসিম উদ্দিন, মাতা- আখতারী বেগম খান,৩৭৩ মুন্সিবাড়ি উত্তর জুরাইন থানা -শ্যামপুর ডিএমপি ঢাকা ।দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং- ৭৭ তারিখ ২৫-০৩-২০২৩ ইং ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা বিচারাধীন। অপর আসামি মুহম্মদ মিজান ,পিতা-মৃত আনামিয়া মাতা -তফুরা খাতুন, সাং-বিষ্ণু বল্লভপুর ইউপি- ৬নং লামচরা, থানা -রামগঞ্জ, জেলা -লক্ষ্মীপুর এ/পি জুরাইন খন্দকার রোড, ৩৬৪ ডাক্তার আসাদুজ্জামান বাড়ির ভাড়াটিয়া ,থানা -শ্যামপুর ডিএমপি ঢাকা। জুরাইন বাজার মিজান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের মালিক উক্ত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে যাহা সঠিক তদন্তে বেরিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় ২৫৪২ জন আবেদনকারী উক্ত অনিমের বিষয় অবগত হইয়া মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রেরণ করেন এবং বহুল প্রচারিত বিভিন্ন “দৈনিক পত্রিকায়” প্রচারিত হয়। আবেদনকারীদের পক্ষে জনাব তারিকুল ইসলাম আরো বলেন গত ৫-১০ ২০২৫ ইংরেজি তারিখের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২৯-০৯-২০২৫ ইং তারিখের লটারি স্থগিত করা হয় এবং পরবর্তীতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এমতাবস্থায় ঢাকা রেসনিং দপ্তর সঠিক তদন্ত-না করে অসাধুতা অবলম্বন করে ডিলার নিয়োগ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন বলে তিনি অভিযোগ করেন।যাহা২৯-০৯-২৫ ইং তারিখের লটারিতে প্রশ্নবিদ্ধ করে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com