শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন মা বাবার কবরের পাশেই পরপারের বাসিন্দা হলেন আব্দু রহমান খান ওমর আমরা মওদুদী ইসলাম এর অনুসারী নই : সালাউদ্দিন আহমেদ

ট্রফিতে নয়, পুরস্কার বিতরণের পর সাকিবের মনোযোগ ব্যাটিংয়ে

অনলাইন ডেস্ক:- শেষ ম্যাচ হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জেতা হয়েছে বাংলাদেশের। রোববার পঞ্চম ম্যাচের পর ট্রফিটাও উঠেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে।

সেটি নিয়েই ব্যস্ততা দলের বাকি ক্রিকেটারদেরও। তারা ফিরছেন ড্রেসিংরুমের দিকে।

 

এমন সময় হুট করে ব্যাট-প্যাড পরে বেরিয়ে এলেন সাকিব আল হাসান। একটু আগে ম্যাচ শেষ হওয়ার পর আবার কেন প্রস্তুত হচ্ছেন সাকিব? একটু পরই পাওয়া গেলো ওই উত্তর। সাকিব ব্যাট হাতে সেন্টার উইকেটে গিয়ে অনুশীলন করেছেন লম্বা সময়।

তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও টিম বয় নাসির। গত বিপিএল থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। এ নিয়ে তাকে ব্যাটিংয়ের সময় সমস্যায় পড়তে হয়। মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি হাঁকিয়ে এলেও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ দুই ম্যাচে অস্বস্তি কাটেনি। ম্যাচের পর অনুশীলনেও নিজের হেড পজিশন স্টান্স নিয়ে কাজ করেছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে খেলেননি সাকিব। ব্রায়ান বেনেটের সোজা যাওয়া ডেলিভারি সাকিবের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে গিয়ে স্টাম্পে আঘাত করে। শেষ ম্যাচে পায়ের ওপরের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে কানায় লেগে ক্যাচ আউট হন তিনি। ২০ বলে ২২ রান আসে তার ব্যাটে।

বল হাতে অবশ্য দুই ম্যাচেই উজ্জ্বল ছিলেন সাকিব। দুই ম্যাচ মিলিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি, রান দিয়েছেন ওভারপ্রতি ছয়ের কম। কিন্তু ব্যাট হাতে সাকিবের ফর্ম কি কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলছে বাংলাদেশকে? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে এমন প্রশ্ন গিয়েছিল নাজমুল হোসেন শান্তর কাছে।

উত্তরে তিনি বলেন, ‘তার ব্যাটিং নিয়ে আমাদের দলের কোনো সন্দেহ নেই। আমরা সবাই জানি তিনি কতটা সামর্থ্যবান। আমি খুবই আত্মবিশ্বাস যে, সামনে যে টুর্নামেন্ট ও সিরিজটা আছে, তিনি ব্যাটিংয়ে দলের হয়ে অবদান রাখবেন। ’

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com