শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ :
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের চেকপোস্ট ও  টহল আমি ক্লিন ইমেজের তাই আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে – শাহআলম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাঙ্গারী ব্যবসায়ী রাকিব হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের (আট) নেতাকর্মী ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে বালু ব্যবসায়ী/মালিকদের সাথে মতবিনিময় সভা এনসিপি’র নতুন কার্যালয় উদ্বোধনে রাজনৈতিক বার্তা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা

টাকা দিলে ঠিক না দিলেই এমন নাটক চলছে প্রতিনিয়ত

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ মাত্র সতেরো দিনের মধ্যে আবার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রশাসনের উচ্ছেদ নামক অভিযান নাটক মঞ্চস্থ করেছে আইনশৃংখলা বাহিনী। টাকা দিলে ঠিক না দিলেই এমন নাটক চলছে প্রতিনিয়ত।
ফ্যসিষ্ট সরকারের শাসনামলের পুরোটা সময় জুড়ে এই নাটক মঞ্চায়ন করে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। ফ্যাসিষ্ট সরকারের স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা, তার ভাই ও ভাগিনা প্রতিদিন এই মোগরাপাড়া চৌরাস্তা থেকে একেক জন ২০ হাজার টাকা হিসেবে চাঁদা গ্রহণ করতেন করায় গন্ডায়। আর থানার ওসি নিতেন প্রতি মাসে এক লাখ টাকা ও প্রতিদিনের থাকার ফল ও কাচা বাজার।

আর একই পন্থায় হাইওয়ে পুলিশকে দিতে হতো ১ লাখ ৮০ হাজার টাকা । সেই সাথে ওই একই ধরণের বাজার। একই সাথে সড়ক ও জনপথের অফিস সহকারীকে একেকটি দোকান বাবদ ১০ থেকে ৫০ হাজার টাাক অগ্রিম ছাড়াও প্রতিটি দোকানে প্রকারভেদে মাসের ভাড়া নির্ধারন করে দিতো সেই অফিস সহকারী নিজেই।

ওই সময় কথা ও কাজের কোন ব্যত্যয় ঘটলেই চলতো উচ্ছেদ নামক নাটক। সেই নাটকের ধারাবাহিকতা এখনো চলছে। তবে পরিচালক ও অভিনেতা ভিন্ন ভিন্ন।

এমন নাটকের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে থাকা ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ নামক নাটক অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে ছিল ফল, মিষ্টি, কাপড়, চা, জুতা ও কনফেকশনারির দোকানীদের।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, প্রভাবশালী লোকজন সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভাড়া তুলে আসছিলেন। ফলে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক সংকুচিত হয়ে যানজট দেখা দেয়। এ থেকে পরিত্রাণের জন্য অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশের অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চলবে।

এমন বক্তব্যের পর স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ২৬ জানুয়ারী রোববার ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ওয়াহেদ মোর্শেদ তিন শতাধিক অবৈধ দখলদার দোকান উচ্ছেদ করা হয় । ওই ঘটনায় নারায়ণগঞ্জ নিউজ আপডেট সংবাদ প্রকাশ করে ‘টাকার টান পরলেই উচ্ছেদ নাটক, যেই লাউ সেই কদু !’ শীর্ষক সংবাদ। এমন সংবাদের পরও নির্লজ্জ চক্র ফের বাণিজ্য শুরু করে মারাত্মকভাবে। এরপরেও চিহ্নিত চক্রটি আইনশৃংখলা বাহিনীর কর্তাদের ম্যানেজ করে ফের দখল করে চাঁদাজির চালায় । আর ওই চাঁদার বিশাল অংশ বন্টন চলছে পুরানো কায়দায়। কোথাও কোন ব্যত্যয় ঘটার পর ফের আজ বুধবার উচ্ছেদ নামক নাটক মঞ্চায়িত হলো। যা আইওয়াশ । নতুন অভিনেতা দিয়ে পুরানো নাটক চলছেই । এমন ঘটনা আবার হয়তো দেখা যাবে কিছুদিনের মধ্যেই ।”

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com