সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ :

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ১৫ জন গ্রেপ্তার

মাসুদ পারভেজ,বিভাগীয় ব্যুরো চট্টগ্রামঃ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ,যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ১৬ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সিএমপির জনসংযোগ শাখার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামসুদ্দীন (৩৯), মো. সাহেদ (২৬), মো. মাহবুব আলম (৫২), আকবর হোসেন (২৩), মো. রমজান (১৯), মো. জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), মো. আব্বাস উদ্দিন (৩০), মো. জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), আলমগীর বাদশা (৪২), মো. মামুন (৩৫), মো. মনির (৩৭) ও মো. ইমরান হোসেন (৪০)।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com