বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-
আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ২৪ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতন হয়েছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে। এই পতন ব্যালটের মাধ্যমে নয়, বরং গণঅভ্যুত্থানের মধ্যেই সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের সমবায় সমিতি ভবনের নবম তলায় এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সংস্কারের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো চাইলে এনসিপি’র সঙ্গে জোট গঠন করা যেতে পারে। আগামী নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের প্রথম তিন সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তুহিন খান প্রমুখ।