শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

সর্বশেষ :
বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন

ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি লেখিকার

আন্তর্জাতিক ডেস্কঃ ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই লেখিকা দাবি করেন, মাস পাঁচেক আগে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। সেই সন্তানের বাবা হলেন ইলন মাস্ক। খবর নিউ ইয়র্ক পোস্টের।

সম্প্রতি এক্স (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারীর পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মাস্ক শুধু “Whoa” লিখেছেন। ওই পোস্টটিতে বলা হয়েছিল, সেন্ট ক্লেয়ার পাঁচ বছর ধরে পরিকল্পনা করছিলেন মাস্কের সন্তানের মা হওয়ার জন্য।

শুক্রবার এক্স-এ পোস্ট দিয়ে সেন্ট ক্লেয়ার লেখেন, “পাঁচ মাস আগে আমি একটি সন্তান জন্ম দিয়েছি। এলন মাস্ক এর বাবা।” তিনি পোস্টের শেষে ল্যাটিন বাক্যাংশ “Alea iacta est” (অর্থ: “পসরা বসেছে” বা “যা হওয়ার হয়ে গেছে”) যোগ করেন।

তিনি আরও বলেন, “আমি আগে এটি প্রকাশ করিনি কারণ সন্তানের নিরাপত্তার কথা ভাবছিলাম। কিন্তু সাম্প্রতিক দিনে জানতে পারলাম যে, ট্যাবলয়েড মিডিয়া এটি প্রকাশ করতে চলেছে। তাই নিজেই সত্য প্রকাশ করলাম।”

এদিকে, মাস্কের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হন সেন্ট ক্লেয়ার। তিনি বলেন, “এলন, আমরা গত কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আপনি কোনো উত্তর দিচ্ছেন না। বরং এমন ব্যক্তির পোস্টে মন্তব্য করছেন, যে আমার ১৫ বছর বয়সের আপত্তিকর ছবি শেয়ার করেছে!”

তার প্রতিনিধি ব্রায়ান গ্লিকলিচ জানান, “এলন ও অ্যাশলি একসঙ্গে একটি সহ-পিতৃত্ব চুক্তির বিষয়ে কাজ করছিলেন। অ্যাশলি চান, এলন প্রকাশ্যে তার পিতৃত্ব স্বীকার করুন, যাতে অনাকাঙ্ক্ষিত জল্পনার অবসান ঘটে।”

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্কের এর আগে তিন নারী থেকে ১২ জন সন্তান রয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com