রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সরাইল বিআরডিবির পরিদর্শক অলক ঠাকুরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের খবর পাওয়া গেছে বাংলাদেশে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা অস্ত্রসহ একজন গ্রেফতার নারায়ণগঞ্জের ফতুল্লার বিদ্যুৎপৃষ্টে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ তিন নারায়ণগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ

অনির্দিষ্টকালের জন্য সিরিয়ায় রাজনৈতিক কার্যক্রম স্থগিত করল আসাদের দল

আন্তর্জাতিক ডেস্কঃ বিদ্রোহীদের তড়িৎগতির আক্রমণের মুখে দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। এ অবস্থায় ক্ষমতাসীন বাথ পার্টি দেশের অভ্যন্তরে তাদের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে।

হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং ফ্রি সিরিয়ান আর্মির নেতৃত্বে আসাদবিরোধী বাহিনী সপ্তাহান্তে দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। ফলে প্রেসিডেন্ট রাশিয়ায় পালিয়ে যান। সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে।

সিরিয়ার আল ওয়াতান সংবাদপত্রে প্রকাশিত এক বিবৃতিতে বাথ পার্টি ঘোষণা করে, জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে পার্টির নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সমস্ত প্রকাশে দলের সব কার্যক্রম স্থগিত রাখতে।

বিবৃতিতে বলা হয়, অস্ত্রসহ দলের সব বস্তুগত সম্পদ স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

আরব বিশ্বকে একত্রিত করা এবং পশ্চিমা প্রভাব থেকে মুক্ত করার উদ্দেশ্য নিয়ে গঠিত বাথ পার্টি ১৯৬৩ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতায় আসে। দলটি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন ও ইসরায়েলবিরোধী অবস্থান অব্যাহত রাখে।

বাশার আসাদের বাবা হাফেজ আল-আসাদ ১৯৭০ সাল থেকে ২০০০ সালে মৃত্যুর আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দিয়েছেন। এরপর লাগাম তুলে দেওয়া হয় তার ছেলের হাতে।

এ সপ্তাহের শুরুতে সিরিয়ার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির ঘোষণা দেন, তার সরকার ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আল-বশির এর আগে সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল-শাম পরিচালিত সরকারের নেতৃত্ব দিয়েছিলেন।

এক প্রতিবেদনে দামেস্কের সূত্রের বরাত দিয়ে আল জাজিরা দাবি করেছে, নতুন কর্তৃপক্ষ পুরনো নিরাপত্তা বাহিনী ভেঙে দেওয়া, সামরিক বাহিনী পুনর্গঠিত করা এবং সিরিয়ার বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন বাতিল করার পরিকল্পনা করছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com