রানের পাহাড়ে চাপা পড়তে যাচ্ছে বাংলাদেশ
- Update Time : 06:41:35 am, Saturday, 21 September 2024
- / 240 Time View
ক্রীড়া ডেস্কঃ স্কোরবোর্ডে শক্ত ভিত নিয়ে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছে স্বাগতিক ভারত। সেই ভিতটাকে এখন শক্ত টার্গেটে রূপ দিতে ব্যাট চালিয়ে যাচ্ছে শুভমান গিল ও রিশভ পান্ত। এরই মধ্যে ফিফটি তুলে নিয়েছেন প্রথম ইনিংসে শূন্য রানে সাজঘরে ফেরা গিল। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন পান্ত।
গিল ৬৪ বলে ৩৩ ও পন্থ ১৩ বলে ১২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পন্থ।
সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন গিল। তার পরেই ফিফটির দেখা পান পন্থ। ফিফটির আরও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। মাঝে সাকিবের বলে পন্থের ক্যাচ মিস করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শেষ পর্যন্ত ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় ভারত। গিল ১৩৭ বলে ৮৬ ও পন্থ ১০৮ বলে ৮২ রানে অপরাজিত আছেন।

























