মধুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে শোভাযাত্রা
- Update Time : 04:42:00 pm, Sunday, 26 June 2022
- / 494 Time View
মধুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে শোভাযাত্রা
আঃ হামিদ মধুপুর প্রতিনিধিঃ
মধুপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত উপলক্ষে
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন রোববার দুপুরে এই কর্মসুচি বাস্তবায়ন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মধুপুর থানার পরিদর্শক মো. মুরাদ হোসেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মধুপুরে মাদক বিরোধী অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন ও পুলিশ পরিদর্শক মো. মুরাদ হোসেন।























