বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক হতে ফেন্সিডিল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার
- Update Time : 05:31:06 am, Thursday, 16 June 2022
- / 402 Time View
বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক হতে ফেন্সিডিল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক হতে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। তবে, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে বন্দরের টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সম্মুখ হতে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশের এএসপি নাভারণ সার্কেল, শার্শা(যশোর) ইনচার্জ জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাক (WB 75-A5175) আটক করা হয়। পরে, ওই ট্রাক তল্লাশী করে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ঔষধ ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনতে তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

























