বিএনপি জামাতের নৈরাজ্য ও অগ্নিসংযোগ প্রতিরোধে পাবনায় আওয়ামী যুবলীগের বিক্ষোভ
- Update Time : 01:52:50 pm, Saturday, 10 December 2022
- / 397 Time View
সেলিম মোর্শেদ রানা পাবনা প্রতিনিধিঃ-
দেশে এনপির সমাবেশের নামে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টি, অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে রাজপথে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা শাখার নেতৃবৃন্দ । বিএনপিকে রূখে দিতে যুবলীগের নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধীরে ধীরে যুবলীগের নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে। খন্ড খন্ড মিছিল নিয়ে সংগঠনের হাজারো নেতাকর্মীরা গণজমায়েতে অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের হাতে বাঁশের লাঠি দেখা যায়। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন। জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সানি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিকের নেতৃত্বে মিছিল আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও বীনাবাণী হল মোড় পদক্ষিণ করে । এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলাজেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সানি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিক ও শীর্ষ নেতারা। সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তানিদের দোসর বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে সেই ষড়যন্ত্র সফল হবে না। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।
























