পুলিশিং সংক্রান্তে মতো বিনিময় সভা
- Update Time : 09:18:18 am, Sunday, 4 February 2024
- / 336 Time View
মোঃ সাদ্দাম হোসেনঃ ৪ নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সোনাপুর বাজার এলাকায় বিট পুলিশিং সংক্রান্তের মত বিনিময় সাভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান ও এস আই ইমদাদুল হক ও অন্যান্য সদস্যগণ,
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন দয়রামপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃমাহাবুর ইসলাম( মিঠু)ও ৭ ন ওয়ার্ডের সদস্য মোঃ আক্কাস আলী উক্ত সভায় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
অফিসার ইন চার্জ নান্নু খান জনগণকে জানাই এলাকায় কোন ধরনের সুদ, ঘুষ চলবে, না নারী নির্যাতন সকল প্রকার মাদকদ্রব্য ও চোরা কারবারী বন্ধ করার জন্য আহ্বান জানায় এবং সকল প্রকার, অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণের কাছে সহযোগিতা চান।



















