পাকা আম পারতে গাছের মাথায় উঠে অসুস্থ যুবককে উদ্ধার করল ফায়ার সার্ভিসের একটি চৌকস দল
- Update Time : 03:00:59 am, Thursday, 9 June 2022
- / 310 Time View
মোঃ রাজিব জোয়ার্দ্দার,সিনিয়র রিপোর্টারঃ
পাবনা সদর সদর উপজেলা ভাঁড়ারা বাড়ির পাশে মোঃ সাব্বির শেখ নামে (২৭) একজন যুবক আম পারতে গাছের মাথায় উঠে অসুস্থ হয়ে পড়ে, স্থানীয়রা অনেক চেষ্টা করেও নামাতে পারছে না এমন সংবাদের ভিত্তিতে পাবনা ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন এর নেতৃত্বে ফায়ার ফাইটার জহিরুল ইসলাম ও কলের লোকজন সহ উক্ত ভিকটিমকে প্রায় আধা ঘন্টা চেষ্টার পড় জিবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার দশটার দিকে ভাঁড়ারা গ্রামের আলমগীর শেখের ছেলে মোঃ সাব্বির শেখ প্রতিদিনের মত গাছের পাকা আম পারতে উঠেে এবং কিছু সময় পর মাথা ঘুরে পরে যায় একটি গাছের ডালে। স্থানীরা উদ্ধার করতে না পারলে পাবনা ফায়ার সার্ভিসকে ফোন দিলে দূত্র সময়ের মধ্যে তারা এসে অসুস্থ সাব্বির শেখকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করে, অসুস্থ সাব্বির শেখ ভাল আছে বলে জানায় স্থানীয়রা ।























