নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান: আবু আশফাক
- Update Time : 06:03:54 am, Saturday, 29 March 2025
- / 126 Time View
আমিনুর রহমান,নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টায় কলাকোপা পুকুরপাড় গ্রামে নেতার নিজ বাড়িতে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আবু আশফাক নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে বলেন, মাটি কাটা, অবৈধ বালু উত্তোলনকারী যেই হোক কোন ছাড় নয়। যদি আমার দলের কোন নেতাকর্মীও জড়িত থাকে তাকেও ছাড় দেবেন না। আমি দুর্দিনে যেমন পাশে ছিলাম সুদিনেও সাংবাদিকদের পাশে থাকবো।
তিনি বলেন, বিগত ১৭ বছরের এদেশের কোন সরকার ছিল না। তারা ছিলেন রাষ্ট্র দখলদারিত্বের লুটেরা সরকার। তারা মনে করেছিলেন এদেশে তাদের রুখে কে। ঐতিহাসিক ৫ আগষ্ট ছাত্র-জনতা বুকের রক্ত ঢেলে বুঝিয়ে দিয়েছে ফ্যাসিবাদের জায়গা এদেশে হবে না।
নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কাজী সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহিদুল হক খান ডাবলু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি শাহীনুর রহমান, দোহার প্রেসক্লাবের সভাপতি মো, তারেক রাজীব, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সিনিয়র সাংবাদিক অলি আহমেদ প্রমুখ।



















