ঢাবিতে ছাত্রলীগ-আন্দোলনকারী সংঘর্ষে আহত দুই শতাধিক
Reporter Name
Update Time :
02:36:09 pm, Monday, 15 July 2024
/
331
Time View
ঢাবিতে ছাত্রলীগ-আন্দোলনকারী সংঘর্ষে আহত দুই শতাধিক
অনলাইন ডেস্ক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অন্তত দুইশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের অধিকাংশই আশঙ্কামুক্ত। এদের মধ্যে ১১ জনকে ভর্তি রেখেছেন চিকিৎসকরা। সোমবার (১৫ জুলাই) হাসপাতালের টিকিট কাউন্টারের কর্মচারী মো. মিজান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে মাত্র ১১ জনকে ভর্তি দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ভর্তি ১১ জনকে ভর্তি দেয়া হয়েছে। তবে রোগীদের মধ্যে কেউ গুরুতর নয়। তাদের অবজারভেশনে রাখা হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
৪২
অনলাইন ডেস্ক:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে অন্তত দুইশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের অধিকাংশই আশঙ্কামুক্ত। এদের মধ্যে ১১ জনকে ভর্তি রেখেছেন চিকিৎসকরা।
সোমবার (১৫ জুলাই) হাসপাতালের টিকিট কাউন্টারের কর্মচারী মো. মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে মাত্র ১১ জনকে ভর্তি দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, কোটা আন্দোলনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ভর্তি ১১ জনকে ভর্তি দেয়া হয়েছে। তবে রোগীদের মধ্যে কেউ গুরুতর নয়। তাদের অবজারভেশনে রাখা হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।