শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
আড়াইহাজার থানা পুলিশ (পাঁচ হাজার নয়শত সাত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ডাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের উপর হামলা, ১ জন আটক   তিনশত আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র সহ গ্রেফতার ৭ জন মা বাবার কবরের পাশেই পরপারের বাসিন্দা হলেন আব্দু রহমান খান ওমর আমরা মওদুদী ইসলাম এর অনুসারী নই : সালাউদ্দিন আহমেদ “ঢাকা রেশনিং কর্তৃক ও এম এস ডিলার নিয়োগে অনিয়ম” পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি অনৈতিক সুবিধায় শাহবাগ থানার এস আই প্রশান্তের কারীশমা

চট্টগ্রাম জেলা ও মহানগরে সেনা ক্যাম্পে যোগাযোগ পরিবর্তন  নম্বর

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। এসব এলাকার জনসাধারণকে পরিবর্তিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট তারিখে জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরসমূহের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। উক্ত এলাকাসমূহের জনসাধারণকে নিম্নে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরগুলোর মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। এসব এলাকার জনসাধারণকে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা
হাটহাজারী, রাউজান ০১৭৬৯-২৪৩৪১২; রাঙ্গুনিয়া ০১৭৬৯-২৬৩৬৫৮; মীরসরাই, সীতাকুণ্ড ০১৭৬৯-২৪২১৫০; আনোয়ারা ০১৭৬৯-২৪২৮৩০, ০১৭৬৯-২৪৪২১৪ এবং কর্ণফুলী ০১৭৬৯-২৪৩২৫৮, ০১৭৬৯-২৪৪২১৪,
চট্টগ্রাম মহানগর
বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চাঁদগাও, আকবরশাহ ০১৭৬৯-২৪৫২৪৩; ইপিজেড, খুলসী, পাহাড়তলী, হালিশহর, বন্দর, পতেঙ্গা ০১৭৬৯-২৫৩৬০৪, ০১৭৬৯-২৪২১৫৬, ০১৭৬৯-২৫৩৬৪৯, ০১৭৬৯-২৪২১৭৩ এবং কোতয়ালী, নিউমর্কেট, ডাবলমুরিং ০১৭৬৯-২৪২৬১৫, ০১৭৬৯-২৪২৬১৭, ০১৭৬৯-২৪২৬১৯,

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com